আমুদরিয়া নিউজঃ দীর্ঘদিন থেকে বেহালা অবস্থা বাজারের। বেশ কয়েকবার বিল্ডিংয়ের চাঙর খসে পড়ে কয়েকজন আহত হয়েছেন। বাজারে এই হাল নিয়ে আতঙ্কের কথা শোনা গেছে ক্রেতা- বিক্রেতাদের মুখে। অবশেষে কোচবিহারের ঐতিহ্যবাহী ভবানী গঞ্জ বাজার ( বড় বাজার) সংস্কার করার উদ্যোগ নিচ্ছে পুরসভা। বুধবার কোচবিহার জেলা পরিষদ ও পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা গিয়ে ভবানী গঞ্জ বাজার ঘুরে পুরোনো বিল্ডিং সহ বিভিন্ন বিষয় পরিদর্শন করেন। বৃহস্পতিবার কোচবিহার পুরসভার চেয়ারম্যান ও অন্যান্য প্রতিনিধিরা ওই দুই ইঞ্জিনিয়ারদের সঙ্গে যৌথভাবে ভবানী গঞ্জ বাজার পরিদর্শন করেন। এদিন ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে বাজারের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। ভবানী গঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরাও এদিন সেখানে উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, কোচবিহারের হেরিটেজের তালিকায় রয়েছে বহু পুরোনো এই বাজার, যা বড় বাজার নামে বেশি পরিচিত।
পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানান, অনেকদিন থেকে ভবানী গঞ্জ বাজারের বিল্ডিং খারাপ অবস্থায় রয়েছে।যে কোন সময় বড় বিপদ ঘটতে পারে। এই বাজার হেরিটেজ তালিকায় আছে। হেরিটেজের অধীনে আমরা দ্রুত এই বিল্ডিং সংস্কারের উদ্যোগ নিচ্ছি। তার জন্য এসটিমেট তৈরি করা থেকে অন্যান্য বিষয় গুলি দ্রুততার সঙ্গে করা হবে। ভবানী গঞ্জ বাজারের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সূরয ঘোষ জানান, অনেকদিন থেকে বাজারের বিল্ডিংয়ের অবস্থা খারাপ। তারা বিল্ডিং সংস্কারের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন। দ্রুত এই সংস্কারের কাজ হোক চাইছেন তারা। ব্যবসায়ী সমিতির তার জন্য সমস্ত ধরণের সাহায্য করবে বলে তিনি জানিয়েছেন।