আমুদরিয়া নিউজ : ফের দিল্লির একাধিক স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া ই মেল পৌঁছেছে। শুক্রবার ওই বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। চলতি সপ্তাহে দিল্লিতে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটলো। স্কুলগুলো ছুটি দেওয়া হয়েছে। পুলিশ স্কুলগুলোতে তল্লাশি করে সন্দেহজনক কিছু পায়নি। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, হুমকি মেল পাওয়ার পরেই শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
