আমুদরিয়া নিউজ : দিনকযেক আগেই জানিয়ে দেওয়া হযেছিল, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে এখানে বসে মুখ খুলছেন তাতে ভারতের সায় নেই। এরই মধ্যে নিজের সোশাল মিডিয়ায় এক পোস্ট দিয়ে বাংলাদেশে তাঁর বিরোধী দলগুলিকে ফের আক্রমণ করলেন শেখ হাসিনা। আজ, শনিবার বাংলাদেশে পালিত হচ্ছে বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালে ১৪ ডিসেম্বর পাক বাহিনী বাংলাদেশের বুদ্ধিজীবীদের ভয়াবহভাবে হত্যা করেছিল। সে কথা উল্লেখ করে নিজের পোস্টে জামাত ই ইসলামের প্রতি কড়া আক্রমণ করেছেন আওয়ামি লিগ নেত্রী।
তিনি লিখেছেন, ১৯৭১ সালের পাক বাহিনী ও তাদের মদতদাতা রাজাকার, আল বদর, আল শামস বাহিনী বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে বুদ্ধিজীবী নিধন করে তারা। মুক্তিযুদ্ধের শেষ পর্বে ১০ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে আল বদর বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, ইঞ্জিনিয়র, আইনজীবী, সংস্কৃতি কর্মীসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিদের হত্যা করে। তাঁর পোস্টের মূল বক্তব্য, সে দেশে ফের এই মদতদাতারা জাঁকিয়ে অশান্তির বাতাবরণ তৈরির চেষ্টা করছে। প্রসঙ্গত, বাংলাদেশে ছাত্র-যুব বিক্ষোভের জেরে পালাবদলের পরে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। তাঁর বিরুদ্ধে সে দেশে একাধিক গুমখুন, গণহত্যার মামলা দায়ের হয়েছে।