আমুদরিয়া নিউজ : হিজাব না পরেই ইউটিউবে ভার্চুয়াল কনসার্ট করায় এক ইরানি গায়িকাকে গ্রেফতার করা হয়েছে। তাঁর নাম পরস্তু আহমাদি। বয়স ২৭ বছর। কয়েকদিন আগে মাজানদারান প্রদেশের রাজধানী সারি সিটিতে পারস্তু আহমাদিকে পারফর্ম করতে দেখা যায়। তিনি হিজাব করেননি। তার পরেই তাঁকে সে দেশের পুলিশ গ্রেফতার করেছে।
ইতিমধ্যে পরস্তুর পোস্ট করা ভিডিওটি ইউটিউবে প্রায় দেড় লক্ষ মিলিয়ন ভিউ পেয়েছে।