আমুদরিয়া নিউজ : বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিজয় দিবসে ভারতের নামোল্লেখ করেনি। এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয় দিবস উপলক্ষে ভারতীয় জওয়ানদের স্যালুট জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, বিজয় দিবসে ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক জয়ে অবদান রেখেছিলেন বীর জওয়ানরা। তাঁদের সাহসিকতা এবং আত্মবলিদানকে তিনি সম্মান জানাচ্ছেন বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি জানিয়েছেন, ভারতীয় জওয়ানদের নিঃস্বার্থ আত্মবলিদান এবং দৃঢ়সংকল্পই ভারতকে সুরক্ষিত রেখেছিল এবং গৌরব এনে দেয়। তিনি বলেছেন, ভারতীয় জওয়ানদের আত্মত্যাগ চিরকাল প্রতিটি প্রজন্মকে অনুপ্রাণিত করবে। এটা ভারতের দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন তিনি।