আমুদরিয়া নিউজ : প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলায় প্রবল ভূমিকম্প হযেছে। মঙ্গলবার সকালের ঘটনা। তাতে ব্যাপক ক্ষয়ক্ষতির আবাস মিলেছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭ দশমিক ৪। আমেরিকান ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ খবর জানিয়েছে। ওই দেশে সুনামি সতর্কতা জারি হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানী পোর্ট ভিলা থেকে ৩৭ কিলোমিটার দূরে। মাটি থেকে ১০ কিলোমিটার বা প্রায় ৬ মাইল গভীরে।
সোশাল মিডিয়ায় ভাইরাল ছবিতে দেখা গিয়েছে, পোর্ট ভিলায় বিদেশি দূতাবাসের ভবনের জানালা ও সিমেন্টের পিলার ভেঙে পড়েছে। সেখানে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, নিউজিল্যান্ডের দূতাবাস রয়েছে। এই ভূমিকম্পের পরে ভানুয়াতু ছাড়াও পাশের ফিজি, কিরিবাতি, পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপ, ট্রুভ্যালুসহ কয়েকটি এলাকায় সুনামি সতর্কতা জারি হয়েছে।