আমুদরিয়া নিউজ : নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোরের আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে ফিরে আসতে আরও দেরি হতে পারে। স্পেসএক্সের সহায়তায় ফিরে আসার কথা ছিল। কিন্তু, নানা কারণে তাদের মিশন বারবার বাধার মুখে পড়েছে।
মহাকাশে তাদের থাকার, মূলত একটি স্বল্পমেয়াদী নিয়োগের পরিকল্পনা করা হয়েছিল। নাসা সূত্রে জানানো হয়েছে, এখন ২০২৫ সালের মার্তচ-এপ্রিল নাগাদ তাঁদের ফেরানোর ব্যবস্থা হতে পারে। চলতি বছরের ৫ জুন সুনিতা ও উইলমোর মহাকাশে যান। এক সপ্তাহ থাকার কথা ছিল তাঁদের। যান্ত্রিক কারণে তাঁদের এখনও ফেরা হয়নি।