আমুদরিয়া নিউজ : মহিলা টি -টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব রেকর্ড করলেন পশ্চিমবঙ্গের শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ। দ্রুততম হাফ সেঞ্চুরি করে এই রেকর্ড গড়লেন তিনি। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের সিরিজ নির্ধারক ম্যাচে মাত্র ১৮ বলে ৫০ রান করেন ডান হাতি এই মহিলা ব্যাটার। এই ম্যাচে রিচা ঘোষ ২১ বলে ৫৪ রান করেন। এর মধ্যে ৩ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারি ছিল।
এদিনের মাচের প্রথম থেকেই মারমুখী ভঙ্গিতে দেখা যায় তাকে। এই ম্যাচে দ্রুততম ফিফটি করে রিচা ঘোষ নিউজিল্যান্ডের শফি ডিভাইন এবং অস্ট্রেলিয়ার ফবি লিচফিল্ড – এর বিশ্ব রেকর্ড ছুলেন। এখন থেকে মহিলা টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরির কৃতিত্বের অধিকারী হিসেবে ওই দুই জনের সঙ্গে রিচা ঘোষের নামও উচ্চারিত হবে।