সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম, ২১ ডিসেম্বর: আলিপুরদুয়ার জেলার মাদারীহাটে এশিয়ান হাইওয়ের ওপর শুক্রবার রাতে একটি আঠারো চাকার ট্রেলার ট্রাকে আগুন ধরে যাওয়ার ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে ট্রেলার ট্রাকটি ভুটান থেকে আসছিলো। আচমকাই ট্রেলার ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে এশিয়ান হাইওয়ের ওপর উলটে যায় ও ট্রেলারের তেলের ট্যাংকারে আগুন ধরে যায়।
স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন ও বীরপাড়া দমকল কেন্দ্রে খবর দেন। সেখান থেকে দমকলের একটি ইঞ্জিন নিয়েদমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান ও আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষনে ট্রেলার এর বেশীর ভাগ অংশ পুড়ে গেছে।