আমুদরিয়া নিউজ : রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ বন্ধ হওযার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। উত্তরোত্তর যুদ্ধ যেন জোরদার হচ্ছে। শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে ৬টি বিদেশি দূতাবাস রয়েছে যে ভবনে সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে আলবেনিয়া, আর্জেন্টিনা, উত্তর মেসিডোনিয়া, প্যালেস্টাইন, পর্তুগাল এবং মন্টিনিগ্রোর দূতাবাস রয়েছে। হামলায় একজনের মৃত্যু হয়েছে। বেশ কয়েজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।