আমুদরিয়া নিউজ : সি পি আই এম দলের কুমারগ্রাম ভল্কা এরিয়া কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হলো শনিবার বারোবিশায়। একটি বেসরকারি ভবনে এদিনের সম্মেলন অনুষ্ঠিত হয়। দলের বর্ষীয়ান তথা জলপাইগুড়ি জেলা পরিষদের প্রাক্তন সদস্য বন্ধনা কেরকেট্টা দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের সূচনা করেন। উপস্থিত দলীয় সদস্য সদস্যা গন শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন ও দলীয় পতাকাকে অভিবাদন জানান। এরপর সম্মেলনের কাজ শুরু হয়। সম্মেলনে সাংগঠনিক বিষয় এর পাশাপাশি দেশের ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সম্মেলনে পনেরো জনের এরিয়া কমিটি গঠিত হয়। এরিয়া কমিটির সম্পাদক পদে নির্বাচিত হন মদন চন্দ্র দাস। নব নির্বাচিত সম্পাদক জানান এলাকায় সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে তিনি কাজ করবেন।