আমুদরিয়া নিউজ : আজ বড়দিন। এই দিনে সকলেরই নজর থাকে ভাটিকান সিটি থেকে পোপ কি বলছেন সে দিকে। আজ, বুধবার ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে ভিড়ে ঠাসা ভক্তদের সামনে বড়দিনের ভাষণে খ্রিস্টান ধর্মগুরু বলেছেন, এখন বিচ্ছেদের সব দেয়াল ভেঙে ফেলার সময় এসেছে। পৃথিবী জুড়েই বিচ্ছেদের পাঁচিল ভেঙে ফেলতে হবে। সেই সঙ্গে গাজায় যুদ্ধ থামানোর আর্জি জানিয়েছেন তিনি। হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের মুক্তির অনুরোধ করেছেন।
গত সপ্তাহে পোপ গাজায় ইসরায়েলের নিষ্ঠুরতার কথা বলে ইহুদিদের সমালোচনার মুখে পড়েন। এর পরে গাজায় হামাসের হাতে পণবন্দিদের মুক্তির কথা বলে পোপ ভারসাম্য রাখলেন বলে মনে করা হচ্ছে।