আমুদরিয়া নিউজঃ বিমান বন্দর ও কেন্দ্রীয় রেল হাসপাতাল তৈরির দাবিতে আজ অবস্থান বিক্ষোভ ও ব্যবসা বনধ্ আলিপুরদুয়ার শহরের একাংশে। আলিপুরদুয়ার জেলার অন্তর্গত হাসিমারায় অসামরিক বিমান বন্দর স্থাপন এবং জংশন এলাকায় উন্নত মানের একটি কেন্দ্রীয় রেল হাসপাতাল তৈরি করার দাবিতে আজ অবস্থান বিক্ষোভ করা হবে বলে জানা গিয়েছে। ডুয়ার্স উন্নয়ন সংগ্রাম সমিতির ডাকে ৩৮ টি সংগঠন মিলিত ভাবে এই দুই দাবিকে সামনে রেখে আন্দোলনে সামিল হবে বলে খবর। আলিপুরদুয়ারের আসাম গেট থেকে নর্থ পয়েন্ট পর্যন্ত ৪ টি ব্যবসায়ী সংগঠন এই দাবিকে সমর্থন জানিয়ে এদিন ব্যবসা বনধ্ রাখবে। এছাড়াও টোটো, অটো চালকরা এদিন তাদের যানবাহন চলাচল বন্ধ রেখে নৈতিক ভাবে এই আন্দোলনকে সমর্থন করবে বলে জানা গিয়েছে। আলিপুরদুয়ার জেলার অর্থনৈতিক উন্নয়নে এবং বাসিন্দাদের সুবিধার ক্ষেত্রে হাসিমারায় বিমান বন্দর ও জংশনে কেন্দ্রীয় রেল হাসপাতাল তৈরি করা অত্যন্ত প্রয়োজন বলে মনে করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, উন্নত মানের হাসপাতাল তৈরি করার বিষয়ে নানা টালবাহানা চলছে। পাশাপাশি হাসিমারায় অসামরিক বিমান বন্দর তৈরি করার জন্য রাজ্য সরকার জমি সংক্রান্ত জট কাটানোর চেষ্টা করছে কিন্তু তা নিয়েও নানা গড়িমসি চলছে। অনেকের অভিযোগ, আলিপুরদুয়ার তথা ডুয়ার্স, এমনকি উত্তরবঙ্গ সবসময়ই বঞ্চিত, অবহেলিত। তাই এই দুটি দাবির স্বপক্ষে জেলা বাসীকে এগিয়ে আসতে হবে। আন্দোলনে সামিল হয়ে আওয়াজ তুলতে হবে।