সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম, ২৭ ডিসেম্বর: বারবার নিষেধ করা সত্বেও এলাকার তরুনদের কাছে মাদক বিক্রি করতো এক যুবক এই অভিযোগে শুক্রবার সন্ধ্যায় গ্রামের মহিলারা লাঠিসোটা নিয়ে ভাংচুর চালায় ঐ যুবকের বাড়িতে। ঘটনা আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের অসম বাংলা সীমানার পাখড়িগুড়ি গ্রামের। জানা গেছে এই গ্রামের কয়েকজন যুবক এই ব্যবসায় জড়িত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তারা গ্রামের নাবালক ও তরুনদের কাছে হেরোইন বা ঐ জাতীয় মাদক বিক্রি করে। নাবালক ও তরুনরা মাদকাসক্ত হয়ে পড়েছে এবং মাদক কেনার জন্য বাড়ির জিনিসপত্র চুরি করে বিক্রি করতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা বলেন মাদক বিক্রি বন্ধ করার কথা বলতে গিয়ে তারা বারবার মাদক বিক্রেতাদের হুমকির মুখে পড়েছেন। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে গ্রামের বেশ কয়েকজন নাবালককে নেশা মুক্তি কেন্দ্রে ভর্তি করতে হয়েছে। এই পরিস্থিতি থেকে মুক্ত হতে কি করা যায় তা নিয়ে গ্রামের মহিলারা আলোচনায় বসেন শুক্রবার সন্ধ্যায়। সেই সময় অসমের এক যুবক মাদক কেনার জন্য এলাকায় আসে। মহিলারা তাকে ধরে ফেলেন ও সঙ্গে নিয়ে পৌঁছে যান মাদক বিক্রেতা প্রসেঞ্জিত সরকারের বাড়িতে। হাতে তাদের লাঠিসোটা। এলাকাবাসীর ক্ষোভের আঁচ টের পেয়ে প্রসেঞ্জিত বাড়ি থেকে পালিয়ে যায়। মহিলারা বাড়িতে ঢুকে একটি মোটরসাইকেল, একটি চার চাকার ছোট গাড়ি ও বাড়ির সীমানা বেড়ার টিন ভাংচুর করে। খবর পেয়ে বারোবিশা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। স্থানীয়রা দাবি জানান এলাকায় মাদক বিক্রি বন্ধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করুক পুলিশ ও প্রশাসন।