আমুদরিয়া নিউজ : প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হল পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। শনিবার মাথায় রুমাল বেঁধে মনমোহনের দেহ কাঁধে তুলে নিতে দেখা যায় কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে। তাঁকে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোনিয়া গান্ধী সহ পরিবারের সকলেই ছিলেন। সকালে ৮টা নাগাদ প্রথমে দিল্লিতে প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবন থেকে মনমোহন সিংয়ের মরদেহ নিয়ে যাওয়া হয় কংগ্রেসের সদর দফতরে। উপস্থিত একাধিক বিদেশি রাষ্ট্রের প্রতিনিধিরা।