সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম, ২৯ ডিসেম্বর: অবৈধভাবে চাষ করা পপি সীডের ক্ষেত নষ্ট করলো পুলিশ। আলিপুরদুয়ার জেলা পুলিশের ফালাকাটা থানার অধীন জটেশ্বর ফাঁড়ির পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে ফাঁড়ি এলাকায় পপি সীড চাষের জমিতে পৌঁছে সমস্ত পপি গাছ নষ্ট করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, চারদিকে ভূট্টা চাষ করে মাঝখানে জমির মালিক পপি সীড চাষ করেছিলেন যাতে কারুর নজরে না পড়ে। কিন্তু বিধি বাম। পুলিশের কাছে খবর পৌঁছে যায়। উল্লেখ্য পপি বীজ থেকেই পোস্ত ও পপি গাছের কষ থেকে আফিম তৈরি হয়। এই চাষ বে আইনী।পপি চাষীর বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ গ্রহন করা হয়েছে।