আমুদরিয়া নিউজঃ মর্যাদার সঙ্গে পালন করা হল বিশিষ্ট কবি-সাহিত্যিক অরুণেশ ঘোষের জন্মদিন। রবিবার কোচবিহারের বিভিন্ন জায়গায় কবি অরুণেশ ঘোষের ৮২ তম জন্মদিন পালন করা হয়। পরিবারের সদস্য থেকে শুরু করে কোচবিহারের বিভিন্ন মহলের মানুষ এদিন কবিকে শ্রদ্ধা নিবেদন করেন। কোচবিহারের ১ নং ব্লকের ঘুঘুমারি এলাকায় কবির বাড়িতে তাঁর প্রতিকৃতিতে ফুল অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরিবারের সদস্যরা পুষ্পার্ঘ্য অর্পণ করে কবিকে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
রবিবার কোচবিহার বইমেলায় কবি অরুণেশ ঘোষের জন্মদিন মর্যাদার সঙ্গে পালন করা হয়। সেখানেও কবির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বইমেলা কমিটির সদস্যরা এবং উপস্থিত স্থানীয় কবি সাহিত্যিকরা এদিন কবিকে শ্রদ্ধা জানান। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিন বইমেলার সাংস্কৃতিক মঞ্চ তাঁর নামে উৎসর্গ করা হয়।