আমুদরিয়া নিউজ : সোমবার দুপুরে একটি পিক আপ ভ্যান উলটে জখম হলেন আঠারো জন ফুটবল খেলোয়াড়। জানা গেছে এদিন পাটকাপাড়ায় আয়োজিত প্রতিযোগিতা মূলক ফুটবল খেলায় অংশ গ্রহন করতে শামুকতলা থেকে বাইশ জনের একটি ফুটবল দল পিক আপ ভ্যান ভাড়া করে পাটকাপাড়ার উদ্দ্যেশ্যে রওনা হয়। একত্রিশ /সি জাতীয় সড়কে ঢালকর পুঁটিমারি এলাকায় একটি টোটোকে বাঁচাতে গিয়ে পিক আপ ভ্যানটি নিয়ন্ত্রন নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিশ ফুট দূরে গিয়ে উলটে পড়ে। দূর্ঘটনার সাথে সাথে স্থানীয় লোকজন উদ্ধার কাজ শুরু করেন ও আহতদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠান। হাসপাতাল সূত্রে জানা গেছে আহতদের মধ্যে দশজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে তিন জনের অবস্থা সংকটজনক, বাকীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
আহতরা শামুকতলা ও রায়ডাক চা বাগানের বাসিন্দা বলে জানা গেছে।
সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম