আমুদরিয়া নিউজ : ২০২৫ সাল শুরু হয়ে গেল। এবার কতদিন ছুটি থাকবে পুজোয় জানেন! সরকারি যে খবর, তাতে বলা হয়েছে, এবার সব পুজো মিলিয়ে ২১ দিন রাজ্যে ছুটি থাকবে। নবান্ন থেকে বছরের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। কেন্দ্রও সরকারি ছুটিও তালিকা দিয়েছে।
কেন্দ্রীয় সরকারের যে তালিকা তা অনুসারে রাজ্যে মোট ২৫ দিন ছুটি থাকবে।