আমুদরিয়া নিউজ : আমেরিকায় পযলা জানুযারি গাড়ি নিযে হামলা চালানোর ঘটনায় মৃত বেড়ে হয়েছে ১৫ জন। ওই ঘটনার হামলাকারীকে পুলিশ সঙ্গেসঙ্গেই গুলি করে মেরেছে। পুলিশ জানিয়েছে, হামলাকারীর নাম শামসুদ্দিন জব্বার। বয়স ৪২ বছর। তিনি আমেরিকার টেক্সাসের বাসিন্দা। তিনি সেখানে সেনাবাহিনীতে কিছুদিন কাজ করেছেন।
ছোটখাটো চুরির দায়ে দুবার ধরা পড়েছেন। তার গাড়ি থেকে ইসলামিক স্টেট মানে আইএস জঙ্গি গোষ্ঠীর পতাকা পাওয়া গিয়েছে বলে পুলিশের দাবি। তবে কোনও সংগঠন এখনও ওই হামলার দায় নেয়নি।