আমুদরিয়া নিউজ : বৃহস্পতিবার বিকেলে ভূমিকম্পে কেঁপে উঠল সিকিমের তাদং লাগোয়া এলাকা। কেন্দ্রীয় আবহাওয়া মন্ত্রকের সিকিম শাখার মুখপাত্র গোপীনাথ রাহা জানিয়েছেন, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সিকিমের তাদং থেকে ২৬৪ কিলোমিটার দূরে। ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৩ দশমিক ৯। মাটি থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল উৎস।
এদিনই মণিপুরে ৩.১ মাত্রার ভূমিকম্পের খবর পাওয়া গেছে
একে সিকিমের বিস্তীর্ণ এলাকায় শৈত্য প্রবাহ চলছে। তুষারপাত হচ্ছে ছাঙ্গু, নাথুলার মতো এলাকায়। তার উপরে ভূমিকম্প হওয়ায় কিছুটা আতঙ্ক সিকিমে।