আমুদরিয়া নিউজ : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া হিরের দাম আমেরিকা ২০ লক্ষ টাকা বললেও আসলে তা অত দামী নয় বলে জানাল আমাদের দেশের বিদেশ মন্ত্রক। একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, ওই হিরে কৃত্রিমভাবে তৈরি। কৃত্রিম হিরের দাম প্রাকৃতিক হিরের চেয়ে অনেকগুণ কম হয়। সংবাদ সংস্থার খবর অনুসারে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে হিরে উপহার দিয়েছিলেন তার দাম ২ লক্ষ টাকার মধ্যে। আমেরিকার পক্ষ থেকে প্রাকৃতিক হিরের বাজার দর ধরে দাম প্রকাশ করা হয়েছে বলে সূত্রটি দাবি করেছে।