আমুদরিয়া নিউজ : ভোটকুশলী থেকে রাজনীতিবিদ হওয়া প্রশান্ত কিশোরকে (পিকে) জামিন দিল বিহারের আদালত। সোমবার ভোরে পাটনার গান্ধী মূর্তির পাদদেশের অনশন মঞ্চ থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে। সেই সময় তাঁকে হেনস্থার অভিযোগও রয়েছে। পিকের বিরুদ্ধে অভিযোগ, তিনি বিহার পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) পরীক্ষায় পেপার ফাঁসের অভিযোগ তুলেছেন যে পরীক্ষার্থীরা তাঁদের সমর্থনে অনশনে বসেছিলেন।
এতে উসকানির অভিযোগ তোলা হয়। এদিন আদালতে হাজির করানো হল তাঁকে জামিন দেওয়া হয়।