আমুদরিয়া নিউজ : সৌভাগ্য বয়ে এনেছিল ১২ বছরের পুরনো গাড়ি। সেই গাড়ির প্রতিই শ্রদ্ধা জানাতে বিক্রির বদলে গাড়ির ‘শ্রাদ্ধ’ দেওয়ার সিদ্ধান্ত নিলেন এক ব্যবসায়ী। রীতিমত ৪ লক্ষ টাকা খরচ করে, দেড় হাজার লোককে নিমন্ত্রণ করে খাইয়েছেন সেই গাড়ির শ্রাদ্ধে। গত বৃহস্পতিবার গাড়িটিকে ফুল মালা দিয়ে সাজিয়ে মাটি থেকে ১৫ ফুট নিচে চাপা দিয়ে দেওয়া হয়।
অতিথিদের জন্য করা হয় ভূরিভোজের আয়োজন। পাশাপাশি ডাকা হয় পুরোহিতদেরও। ভবিষ্যৎ প্রজন্মের কাছে গাড়িটির প্রতি ভালবাসা ও স্মৃতি তৈরি করতেই এই জমকালো অনুষ্ঠানের আয়োজন বলে জানিয়েছেন সেই গাড়ির মালিক তথা নির্মাণ ব্যবসায়ী সঞ্জয় পোলারা। গুজরাটের আমরেলি জেলায় সম্প্রতি এ ঘটনাটি ঘটেছে বলেই সামাজিক মাধ্যম সূত্রে খবর। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এই গাড়ির শ্রাদ্ধের ভিডিওটি। যদিও এর সত্যতা যাচাই করা হয়নি।
ভিডিওটি শেয়ার করে ইতিমধ্যেই মজার মন্তব্য করছেন নেটিজেনরা।