আমুদরিয়া নিউজ ডেস্ক : শ্যালিকার বাড়িতে আধার কার্ড রাখা ছিল। তা আনতে গিয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু শ্যালিকা তা দিতে চাননি। তা নিয়ে ঝগড়া শুরু হয়। সেই সময়ে শ্যালিকার ১৬ বছরের ছেলে আচমকা পেছন থেকে একটি ছুরি নিয়ে তার মেসোর পিঠে বসিয়ে দেয়। প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। হাসপাতালে নিয়ে কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ ওই মহিলা ও তাঁর ছেলেকে গ্রেফতার করেছে। মহারাষ্ট্রের লাটুর এলাকার ঘটনা। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে।