আমুদরিয়া নিউজ : গতকাল ৩২ বছর বয়সী বিশেষভাবে সক্ষম এক যুবক পুডুপলয়াম গ্রামের চ্যায়ার নদীতে ভেসে গেছেন। সূত্রের খবর গ্রামবাসীরা যখন নদীপার করছিলেন তখনি জলস্তর হঠাৎই খানিকটা বেড়ে যায় তখন নদীতে ভেসে যায় এই ব্যক্তি। গ্রামবাসিরা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয়। দেহ উদ্ধার হলেও ব্যক্তি মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ জানিয়েছে মৃতের নাম সন্তোষ কুমার।