আমুদরিয়া নিউজ ডেস্ক : এবার অফিসে কাজ করতে করতে চেয়ার থেকে পড়ে গিয়ে মৃত্যু হল একজন বেসরকারি ব্যাঙ্ক কর্মীর। মঙ্গলবার লখনউ এর এইচ ডি এফ সি ব্যাঙ্কের একটি শাখার ঘটনা। সংবাদ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সাদাফ ফতিমা। ওই তরুণীর মৃত্যুর পরে নিজের এক্স হ্যান্ডে সমাজবাদী পার্টির শীর্ষ নেতা অখিলেশ যাদব লিখেছেন, ইদানীং সরকারি ও বেসরকারি অফিসগুলিতে এমন কাজের চাপ দেওয়া হচ্ছে ত যে তা দাসপ্রথাকেও হার মানাতে পারে। সরকারকে এ জন্য কিছু করতে হবে বলে তিনি মনে করেন।
যে তরুণীর মৃত্যু হয়েছে, তাঁর ব্যাঙ্কের সহকর্মীরা জানান, কাজ করার সময়ে আচমকা সাদাফ চেয়ার থেকে পড়ে যান। তার পরেই জ্ঞান হারিয়ে ফেলেন। তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। কদিন আগেই পুণের এক তরুণী অফিসের কাজের চাপের জন্য মারা গিয়েছেন বলে অভিযোগ ওঠে। তা নিয়ে তদন্তও চলছে।