সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম, ২৬ নভেম্বর: সোমবার রাতে কুমারগ্রাম বারোবিশা রাজ্য সড়কে শিববাড়ি মোড়ে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মৃত্যু হলো এক বাইক আরোহীর, আহত একজন। ঘটনাটি ঘটেছে রাত এগারোটার পর। স্থানীয় বাসিন্দারা মোটরবাইক ও ডাম্পারের সংঘর্ষের শব্দে ছুটে আসেন ও দেখতে পান মোটরবাইক নিয়ে দুজন ছিটকে পড়ে আছেন রাস্তার পাশে। তারা খবর দেন বারোবিশা দমকল কেন্দ্রে ও কুমারগ্রাম থানায়। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের কামাখ্যাগুড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। অপরজনকে আহত অবস্থায় সেখানেই ভর্তি করা হয়।
জানা গেছে মৃত ব্যক্তির নাম তপন দাস ও আহত ব্যক্তির নাম রমনী দাস। মৃতের বাড়ি শামুকতলা থানা এলাকার থানুপাড়ায় আর আহতের বাড়ি ঐ থানার পূর্ব চিকলিগুড়িতে। তারা দুজন চেংমারিতে আত্মীয় বাড়িতে এক অনুষ্ঠানে নিমন্ত্রন খেয়ে একটি মোটরবাইক করে বাড়ি ফিরছিলেন।
দূর্ঘটনা ঘটার পর স্থানীয় বাসিন্দারা শিববাড়িতে রাত সাড়ে এগারোটা নাগাদ পথ অবরোধ শুরু করে ডাম্পার চলাচল নিয়ন্ত্রনের দাবি জানান। তাদের অভিযোগ চল্লিশ পঞ্চাশ টন পাথর বোঝাই করে রাতে ডাম্পার গুলি চলাচল করে। সন্ধ্যার পর থেকেই কুমারগ্রাম বারোবিশা রাজ্য সড়কের দখল চলে যায় ডাম্পার চালকদের হাতে। এরা ট্রাফিক আইন এর তোয়াক্কা না করে বেপরোয়া ভাবে চলাচল করে। অতীতেও এরকম দূর্ঘটনা ঘটেছে। অবরোধস্থলে কুমারগ্রাম থানার পুলিশ অবরোধকারীদের সাথে আলোচনা করে তাদের দাবী নিয়ে আস্বস্ত করলে পথ অবরোধ তুলে নেন স্থানীয়রা। তপনের মৃত্যুর খবর পেয়ে রাতেই হাসপাতালে পৌঁছান পরিব্বারে লোকজন। থানুপাড়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।