আমুদরিয়া নিউজ : এবার বাংলাদেশের সঙ্গে সামযিকভাবে ব্যবসায়িক লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন মধ্যপ্রদেশের রাইসেন জেলার মান্ডিদীপ ইন্ডাস্ট্রিয়াল এলাকার রফতানিকারকরা। সেখান থেকে তুলো, সুতো, ট্রাক্টর, ওষুধপত্র, অটো ও রেলের যন্ত্রাংশ, প্লাস্টিক, কাগজ ও স্টিলের আসবাব-সহ ২৭টি পণ্য বাংলাদেশে রফতানি হয়। বাংলাদেশে সংখ্যালঘু অত্যাচারের অভিযোগে পণ্য পাঠানো বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মান্ডিদীপের প্রেসিডেন্ট ড. রাজীব আগরওয়াল।
