আমুদরিয়া নিউজ : কর্ণাটকের নীলামঙ্গলা এলাকার একজন ক্যাব ড্রাইভার মদহন কুমার দুর্ঘটনার পরে গুরুতর জখম হয়ে জ্ঞান হারান। তার পরে আর জ্ঞান ফেরেনি। তাঁর ব্রেন ডেথ হয়েছে বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
এর মদহনের বাড়ির লোকজন পরামর্শ করে ছেলের শরীরের জীবিত অঙ্গগুলি দান করার সিদ্ধান্ত নেন। তাঁর চোখ, লিভার, কিডনি সহ ৫টি অঙ্গ দান করে দেন বাড়ির লোকজন। যা পেয়ে ৫ জন রোগী নতুন জীবন পেয়েছেন।