আমুদরিয়া নিউজ : ডুয়ার্সের কুমলাই গ্রাম পঞ্চায়েতের নেপুচাপুর চা বাগানে চিতাবাঘের উপদ্রব নতুন কিছু নয়। কদিন ধরেই একটি চিতাবাঘ দাপিয়ে বেড়াচ্ছিল সেখানকার শ্রমিক বস্তি ও লাগোয়া লোকালয়ে। সে জন্য টোপ দিয়ে খাঁচা পাতা হয়েছিল বাগানের ৫৬ নম্বর সেকশনে। অবশেষে সোমবার সকালে খাঁচায় ধরা পড়ে চিতাবাঘটি। সেটি মাদি চিতাবাঘ। ধরার পড়ে সেটিকে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
এর আগে গত বছর জুলাই মাসে ওই বাগানে চিতাবাঘের হামলায় ৪৯ নম্বর সেকশনে শিশু সহ ৭ জন জখম হন। সম্প্রতি ফের চিতাবাঘ ঢুকেছিল। তাই বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীরা সেখানে খাঁচা পাতেন।