আমুদরিয়া নিউজ : পৃথিবী জুড়ে নগরায়ণের হিড়িক। যথেষ্ট গাছ কাটা হচ্ছে। সেখানে উল্টো পথে হেঁটেছেন সাও পাওলোর হেলিও দা স্লিভা নামে এক নাগরিক। যিনি শহরের মধ্য দিয়েই ৪০,০০০ হাজার গাছের জঙ্গল বানিয়েছেন ২১ বছর ধরে। যেখানে এখন অনেক পশুপাখি থাকে। ২০০৩ সালে পতিত জমি জুড়ে গাছ বোনা শুরু করেন। এখন ১৬০ রকমের গাছ আছে। দৈর্ঘ্য ২ মাইল। ১০০ মিটার প্রস্থ।
