আমুদরিয়া নিউজ : প্রতি বছরের মতো এবারও নিজের বাড়িতে কালীপুজোর আয়োজন করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি বিকেল থেকে তা নিয়ে ব্যস্ত। বাড়ির মধ্যেই ছোট আকারের মণ্ডপ তৈরি হয়েছে। সেখানে ভোগ রান্না চলছে। অতিথিদের স্বাগত জানানো থেকে পুজোর খুঁটিনাটি সবই দেখছেন তিনি। নিজেই প্রদীপ সাজিয়ে নিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে এদিন একেবারেই ভিন্ন চেহারায় দেখা যাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে।
