আমুদরিয়া নিউজঃ দুঃসাহসী চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কোচবিহারের ভবানীগঞ্জ বাজারে। বাবুদার দোকান নামে পরিচিত ভবানীগঞ্জ বাজারের পান পট্টির ওই দোকানে এই চুরির ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে নটা নাগাদ দোকান খুলতে গিয়ে মালিক দেখেন সাটারের তালা ভাঙা। সাটার তুলে দেখেন দোকানের ভিতরে থাকা ক্যাশ বাক্স উধাও। এই ঘটনায় বাজারে শোরগোল পড়ে যায়। এরপর বাজারের এদিক সেদিক খোঁজাখুঁজি করার সময় দোতলার সিঁড়ির উপর ভাঙা অবস্থায় সেটি উদ্ধার হয়। ক্যাশবাক্স ভেঙে দুটি সোনার বাউটি সহ ২ থেকে আড়াই লক্ষ টাকা খোয়া গিয়েছে বলে দোকানের মালিকের অভিযোগ।
দোকান মালিক জানিয়েছেন, মহাজনকে দেওয়ার জন্য গতকাল ওই নগদ টাকা রাখা ছিল। আজ সেই টাকা ব্যাঙ্কে জমা করতেন। দীর্ঘদিন এভাবেই চলে আসছে। ক্যাশবাক্সে টাকা রেখে যেতেন। সেই ভাবে কারোও উপর সন্দেহ করছেন না। এই ঘটনা পর তিনি পুলিশের কাছে অভিযোগ জানান। পুলিশ ঘটনাস্থলে এসে সব কিছু খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে। বাজারে এই ধরণের চুরির ঘটনায় চিন্তিত ব্যবসায়ীরা। কোচবিহার ভবানীগঞ্জ বাজারে নিরাপত্তা ও পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।