সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম, ২৫ ডিসেম্বর: নিজের শোবার ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির পচা গলা মৃতদেহ, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গেছে আসাম বাংলা সীমানায় আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থানার অধীন ভল্কা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের চড়াইমহল গ্রামের ঘটনা। মৃতের নাম জ্যোতি বর্ধন দাস (৪০), এই ঘড়ে একাই বাস করতেন। বুধবার সকালে পাশের বাড়ির বাসিন্দা তার জ্যাঠতুতু ভাই সুকান্ত দাস পচা দুর্গন্ধ পেয়ে জ্যোতিবর্ধনের ঘরে গিয়ে উঁকি মেরে দেখতে পান তার দাদা মৃত অবস্থায় বিছানায় পড়ে আছে ও মৃতদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এই দৃশ্য দেখে তিনি স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য ও গ্রাম পঞ্চায়েত প্রধান কে খবর দেন। তার চেঁচামেচিতে আশপাশের প্রতিবেশীরাও জড়ো হন। খবর দেওয়া হয় বারোবিশা পুলিশ ফাঁড়িতে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায়। সুকান্ত দাস আরও জানান মৃত জ্যোতিবর্ধন দাস সব সময় মদ্যপ অবস্থায় থাকতেন। তিনি বিয়ে করেছিলেন কিন্তু স্ত্রী তাকে ছেড়ে চলে যাবার পর থেকে তিনি।একাই বাড়িতে থাকতেন। অনুমান মদ পান করে অসুস্থ হয়েই তার মৃত্যু হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।