আমুদরিয়া নিউজ : নৌকায় দুই ছেলেমেয়েকে নিয়ে কাঠ সংগ্রহে করতে গিয়েছিলেন আবুল কাশেম নামের এক ব্যক্তি। একটি বাঁশবনের কাছে কাঠ সংগ্রহ করতে গিয়ে আচমকা সেখানে থাকা একটি ভিমরূলের চাক ভেঙে যায়। ঝাঁকে ঝাঁকে ভিমরুল তিনজনকে ঘিরে কামড়াতে থাকে।
শুক্রবার সকালে বাংলাদেশের ময়মনসিংয়ের ধোবাউড়া এলাকার ঘটনা। তিনজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। একে একে তিনজনেরই মৃত্যু হয়েছে। আবুল কাশেম এলাকার একটি মসজিদের ইমামও ছিলেন।