আমুদরিয়া নিউজ : ইন্টারভিউ শুধুমাত্র নিজেকে প্রমাণ করার জন্য নয়। ইন্টারভিউ শিক্ষামূলক কাজও করে। এমনটাই দাবি তামিলনাড়ুর চেন্নাই শহরের একটি বেসরকারি সংস্থার সিএমওর। পোস্টের মাধ্যমে তিনি জানান, তাঁর কোম্পানিতে নিয়োগের জন্য তিনি কম বয়সী এক যুবকের ইন্টারভিউ নিয়ে ছিলেন। যুবক তাঁকে জানান, আগের কোম্পানি তাঁকে বছরে ৫ লক্ষ টাকা বেতন দিত। স্বাভাবিকভাবেই এখন তিনি আরও বেতন বৃদ্ধির আশা রাখেন। তবে ইন্টারভিউয়ের ফাইনাল রাউন্ডে পৌঁছতেই, যুবক তাঁর বেতনের টাকার অঙ্ক বাড়িয়ে তোলেন। এর পরে যুবক তাঁর কাজ দেখালে তা ওই ব্যক্তির পছন্দ হয়নি। এর পর তিনি যুবককে না করে দেন। পোস্টের শেষে ওই ব্যক্তি লিখেছেন, তিনি কাউকে হতাশ করতে চাননি। তবে আগামী দিন যেন ওই যুবক আরও দক্ষ হয়ে ওঠেন, সে কারণেই এই কাজ করেছেন।
