আমুদরিয়া নিউজ ডেস্কঃ অস্ট্রেলিয়ার ব্রিসবেনের একটি পার্কের ঘটনা। সেখানে একটি ৯ মাসের বাচ্চাকে নিয়ে মা পার্কে বসেছিলেন। আচমকা একজন লোক গিয়ে ফুটন্ত কফির কাপ শিশুটির মুখে ঢেলে ছুটে পালিয়ে যায়। শিশুটির মা কিছু বুঝে উঠতে পারছিলেন না। শিশুটি যন্ত্রণায় চিৎকার করছিল। লোকজন সকলে তাকে হাসপাতালে নিয়ে যায়। আপাতত সিশুটি কিছুটা সুস্থ, তবে মুখ ও ঘাড়ের একাংশ ঝলসে গিয়েছে। অস্ট্রেলিয়ার পুলিশ সিসি ক্যামেরা দেখে লোকটিকে চিহ্নিত করেছে। সে টুরিস্ট ভিসা নিয়ে সে দেশে গিয়েছিল। ঘটনার পরের দিন বিমানে পালিয়েছে। অষ্ট্রেলিয়ার পুলিশ সারা দুনিয়ার পুলিশের কাছে বার্তা পাঠিয়ে দিয়েছে। কেন সে এ কাজ করল তা এখনও স্পষ্ট নয়।
