আমুদরিয়া নিউজ : আজ, পৌষ পূর্ণিয়া শুরু হল কুম্ভমেলার স্নান। সেখানে গিয়ে প্রস্তুতি দেখে লিখিত প্রতিবেদন ও ভিডিওপাঠিয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনু বর্মন। তা তুলে ধরছি আমাদের ভিউয়ারদের সামনে।
এবার মহাকুম্ভ। তা হচ্ছে এলাহাবাদ মানে প্রয়াগরাজে। গঙ্গা যমুনা ও সরস্বতীক মিলনস্থলে মহাকুম্ভে এবার ৩৫ টি গেট রয়েছে। একেকটির নাম একেকরকম। যেমন ধনুষ দ্বার, ঐরাবত দ্বার, স্বস্তিক দ্বার ইত্যাদি।
প্রায় ২৫ কিলোমিটার এলাকায় এই মেলা বিস্তৃত। সব মিলিয়ে মেলার বিস্তার প্রায় ৪২ কিলোমিটার এলাকায়। এক মাথা থেকে অন্য মাথায় এক-দুদিনে হেঁটে যা্ওয়া অসম্ভব ব্যাপার। ১৪৪ বছর পরে বিরল যোগ মুহূর্ত। তাই এ হল মহাকুম্ভ। কুম্ভমেলা নানা ধরনের হয়। কুম্ভ, অর্ধকুম্ভ, পূর্ণ কুম্ভ, মহাকুম্ভ।
এবার ১৪৪ বছর পর মহাকুম্ভ হতে চলেছে। পুরাণ অনুসারে ৪ টি কুম্ভ মর্ত্যে আয়োজিত হয়। শেষ ৮ কুম্ভ স্বর্গে আয়োজিত হয়। প্রচলিত রীতি ও বিশ্বাস অনুযায়ী, প্রতি ১৪৪ বছরে আসে মহাকুম্ভ। ৪ বছরে হয় কুম্ভ, ৬ বছরে হয় অর্ধকুম্ভ, ১২ বছরে পূর্ণ কুম্ভ, আর ১৪৪ বছরে মহাকুম্ভ। এই ১৪৪ বছরের মহাকুম্ভ অতি বিরল সংযোগে হয়।
এবার মানে ২০২৫ সালের মহাকুম্ভ। তাই এই পূর্ণকুম্ভ ঘিরে পূণ্যার্থীদের ঢল। আজ, ১৩ জানুয়ারি কুম্ভমেলার স্নান শুরু হয়ে গিয়েছে। আগামীকাল হবে, প্রথম শাহি স্নান। ২৯ জানুয়ারি ২০২৫ মৌনী অমাবস্যায় দ্বিতীয় শাহি স্নান। ৩ ফেব্রুয়ারি, ২০২৫, বসন্ত পঞ্চমীর দিনে তৃতীয় শাহি স্নান রয়েছে। ১২ ফেব্রুয়ারি, ২০২৫ সালে মাঘি পূর্ণিমায় রয়েছে পূণ্যস্নান। ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ সালে মহা শিবরাত্রিতে শেষ শাহি স্নান।
কুম্ভ মেলা ৪ জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে হয়। প্রতি ৪ বছরে একবার ঘটে। হরিদ্বার, প্রয়াগরাজ, উজ্জয়িনী এবং নাসিক। মেলা চলাকালীন, লক্ষ লক্ষ ভক্ত ও সাধু পবিত্র নদীতে স্নান করতে জড়ো হন, পাপ থেকে মুক্তি চান।
হরিদ্বারে গঙ্গার তীরে কুম্ভ হয়। মধ্যপ্রদেশে শিপ্রা নদীর তীরে উজ্জয়িনীতে কুম্ভ হয়। মহারাষ্ট্রের নাসিকে গোদাবরীর তীরে কুম্ভের আয়োজন করা হয়। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে, গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গমে হয় কুম্ভমেলা। ইতিমধ্যে আখড়ায় হাজির সাধুসন্তরা। চারদিকে কড়া সুরক্ষা ব্যবস্থা। পরিবেশ দূষণ রুখতে তৎপরতা দেখা গেল কুম্ভমেলায়। পোশাক পরিবর্তনের আলাদা জায়গা থেকে পর্যাপ্ত আলোর ব্যবস্থা আছে। এনডিআরএফ, সেনাবাহিনী, অজস্র পুলিশ রয়েছে ২৫ টি সেক্টরে। মহা কুম্ভ মেলায়, অগ্নি নির্বাপণের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কিছুক্ষণ পর পর মাইকিং করা হচ্ছে। প্রয়াগরাজ রেল স্টেশনের কড়া পুলিশি বন্দোবস্ত। পুণ্যার্থীদের বিভিন্ন রকম সহযোগিতা করছে পুলিশ প্রশাসন। কুম্ভ প্রায় ৪৫ দিন ধরে চলবে। লক্ষ লক্ষ মানুষের সমাগম শুরু হয়েছে এখানে। ৪৫ দিনে বহু কোটি ভক্ত এখানে স্নান করবেন।
প্রতিবেদক : শান্তনু বর্মন। আমুদরিয়া নিউজে যুক্ত।