আমুদরিয়া নিউজ : রবিবার সারাদিন এক দাঁতাল ও মাকনা’র মালজুড়িয়া দল ঘুরল বৈকুন্ঠপুর জঙ্গল লাগোয়া বাতাসিভিটায়। জানা যায়, মদ্দা হাতি দু’টো পূর্ণ বয়স্ক ও সকালে কুয়াশার কারণে জঙ্গলে আর ফিরতে পারেনি। আটকে পড়ে চিলকাপাড়া অঞ্চলে। গ্ৰামের একটি বড় বাশঝাঁড় হয়ে অবশেষে ছোটো জঙ্গলে ঢোকে। এরপর বিকেলে কিছু ব্যক্তি মালিকানাধীন চা বাগান পেরিয়ে সোজা পয়াজোত হয়ে চেলিবাড়ি সংলগ্ন বৈকুন্ঠপুরের জঙ্গলে প্রবেশ করে। বন দপ্তরের গাড়ি বনাধিকারিক, রেঞ্জ অফিসার (বেলাকোবা), বেলাকোবা স্কোয়াড, শিকারপুর বিট, বাতাসিভিটা বিট, গৌরিকন বিটের স্টাফ সেখানে উপস্থিত ছিলেন সকাল থেকেই। বন দপ্তরের খবর অনুযায়ী এই মুহূর্তে বাতাসিভিটার জঙ্গলে ৩৫ টি হাতি রয়েছে।