আমুদরিয়া নিউজঃ এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল। হাতির আক্রমণে যাতে কেউ আক্রান্ত না হয়, তার জন্য তৎপর জেলা পুলিশ প্রশাসন। জানা গিয়েছে, কোচবিহারের মাথাভাঙ্গা মহকুমার ঘোকসা ডাঙ্গা, প্রেমের ডাঙ্গা এলাকায় জলদাপাড়া জঙ্গল থেকে হাতির দল ঢুকে পড়েছে। ওই হাতির দল ঘোকসা ডাঙ্গা ও প্রেমের ডাঙ্গার বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। হাতির আক্রমণের মুখে যাতে কেউ না পরেন, তার জন্য কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে গ্রামবাসীদের সচেতন করা হয়। বুধবার রাতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে মাইকিং করে গ্রাম বাসীদের সাবধান করা হয়।
এদিন ঘোকসা ডাঙ্গা গ্রাম পঞ্চায়েত ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে, তোরসা নদী পেরিয়ে জলদাপাড়া জঙ্গল থেকে ৫ টি হাতির দল ওই এলাকার ঢুকেছে। তাই গ্রাম বাসীদের সতর্ক ও সজাগ থাকতে অনুরোধ করা হয়। স্বভাবতই ওই এলাকার হাতির দল ঢুকে পড়ায় চিন্তিত স্থানীয় বাসিন্দারা। হাতির দলটির গতিবিধি উপর নজর রাখতে তৎপর বন কর্মীরা।