আমুদিরয়া নিউজ : বরফে ঢাকা আন্টার্কটিকা মহাদেশ এমন একটি জায়গা যেটি মহাকাশ থেকেও অতি সহজে দেখা যায়। তবে এবার সেখানে একটি বিরাট কালো গর্ত দেখা গেল। নাসার বিজ্ঞানীদের নজরে পড়েছে এটি। এরপর প্রায় এক বছর পর এই কালো গর্তটি অনেকটা বড় হয়েছে। এটিকে বলা হয় পলিনয়া। এটি দিনের পর দিন ধরে ক্রমেই নিজের জায়গা বড় করেছে। তবে বিরাট বরফের মধ্যে কীভাবে এই গর্ত তৈরি হল তা নিয়ে চিন্তায় পড়েছে নাসা। তারা মনে করছে বরফ এখান থেকে ক্রমেই কমছে। ফলে এখান থেকে আগামীদিনে বড় ফাটল তৈরি হতে পারে। নাসার বিজ্ঞানীরা মনে করছেন এখানকার বরফগুলি ওপরের দিক থেকে গলে যাওয়ার পরিবর্তে নিচের দিক থেকে গলছে। এর আকার প্রায় চার হাজার ছশো ফুট। ফলে এটি ধীরে ধীরে নিজের জায়গা বড় করেছে। এর আগে ১৯৭৪ থেকে শুরু করে ১৯৭৬ সালে এই এলাকায় একটি বড় ফাটল তৈরি হয়েছিল। সেবারেও তৈরি হয়েছিল একটি গর্ত। তবে তারপর গর্তটি ফের বরফে ঢেকে গিয়েছিল। এবারের গর্তটির তেমন কোনও লক্ষণ দেখছে না নাসা।
