আমুদরিয়া নিউজঃ হ্যালোয়িন উদযাপন করতে দেখা গেল কোচবিহারে। হ্যালোয়িনে মেতে ভুত সেজে সকলের নজর কাড়ল কোচবিহারের অহন বণিক। ভূত চতুর্দশীর রাতে অহনের এই লুক দেখে চমকে গেছেন অনেকেই। তার এই সাজ সকলের প্রশংসা অর্জন করেছে। ছোট্ট অহনের বাড়ি কোচবিহার শহরের দেবী বাড়িতে। ইউ কেজির ছাত্র অহন পড়াশোনায় ভালো। পাশাপাশি সে ভালো আঁকে ও ক্যারাটে শেখে।
ছোট্ট অহনের বাবা অমিত বণিক ছেলের বিভিন্ন আবদার মেটানোর পাশাপাশি তাকে নতুন কিছু করার জন্য উদ্বুদ্ধ করে। আজ বিশ্বের বিভিন্ন দেশে হ্যালোয়িন পালিত হবে। তা নিয়ে কয়েক দিন আগে থেকেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। কোচবিহারের সেই আনন্দে সামিল হয়েছে ছোট্ট অহন।