আমুদরিয়া নিউজঃ ইন্দো-ভুটান সীমান্ত ঘেঁষা আলিপুরদুয়ার জেলার কুমার গ্রামের বিভিন্ন এলাকায় হাতির দলের উপদ্রবে ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের। কুমার গ্রামের ভলকা বারোবিশা ২ নং গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় হাতির পালের উপদ্রব চলছেই। গত দুই-একদিনে ৫০-৬০ হাতির একটি দল গ্রামবাসীদের বাড়িঘর ও ফসলের ক্ষতি করছে। হাতির উপদ্রবে ও আতঙ্কে রয়েছে এলাকাবাসী। বৃহস্পতিবার কুমার গ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাওঁ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত গ্রাম বাসীদের সঙ্গে কথা বলে সব কিছু ক্ষতিয়ে দেখেন। এর পাশাপাশি এদিন তিনি বন কর্মীদের সঙ্গেও দেখা করেন। হাতির দলকে ওইসব এলাকা থেকে গভীর জঙ্গলে ফেরানোর জন্য বন কর্মীদের দ্রুত ব্যবস্থা নিতে বলেন তিনি। একই সঙ্গে তিনি বন কর্মীদের পর্যাপ্ত কর্মী, টহলদারির গাড়ি সহ পরিকাঠামোগত যে সমস্যা রয়েছে সেই সব কথাও শোনেন। আগামী রবিবার ক্ষতিগ্রস্থ গ্রামবাসী ও বন কর্মীদের নিয়ে তিনি বৈঠক করবেন বলে জানা গিয়েছে।
বিধায়ক মনোজ কুমার ওরাওঁ জানান, পাশের শিল বাংলা জঙ্গল থেকে ৫০-৬০ টি হাতির দল ভলকা বারোবিশা ২ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় এসে বাড়িঘর,ফসল ক্ষতি করছে। ক্ষতিগ্রস্ত গ্রামবাসী ও বন কর্মীদের সঙ্গে তিনি কথা বলেছেন। বন কর্মীরা এই বিষয়ে যথাযথ ব্যাবস্থা নিতে না পারলে, তিনি বন মন্ত্রীকে এই সম্পর্কে অবগত করবেন। শিল বাংলা জঙ্গলের তিন কিলোমিটার উন্মুক্ত জায়গায় ফেন্সিং এর ব্যবস্থা করা গেলে হাতির দল এইসব এলাকায় অবাধে প্রবেশ করতে পারবে না বলে জানান তিনি।