আমুদরিয়া নিউজ : দুটি বিড়াল একে অপরের প্রতি রাগ নিয়ে এগোচ্ছে। যেন এখনই একটা বড়ো লড়াই হতে চলেছে। তাঁর মাঝেই একটি বিড়ালের মালিক এসে প্রথমে তাঁর হাত ধরে টেনে কিছুটা দূরে সরিয়ে নিয়ে যায়। বিড়ালটি তখন অন্য বিড়ালটির দিকে তাকিয়ে রাগে ফুঁসছে। এরপর লোকটি তাঁকে কোলে তুলে নিয়ে চলে যায়। ভিডিওর কমেন্টে একজন লেখেন আপনি একটা বড়ো যুদ্ধ থামালেন।
