আমুদরিয়া নিউজ : সাতসকালে দোকান থেকে উদ্ধার প্রৌঢ়ের গলা কাটা দেহ। ঘটনা ঘিরে চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ের শাকসা এলাকায়। জানা গিয়েছে, মৃতের নাম জব্বর মোল্লা (৫৫)। শ্বশুরবাড়িতে থেকে চায়ের দোকান চালাতেন। প্রতিদিনের মতোই সোমবার রাতে দোকানেই ঘুমিয়েছিলেন জব্বর মোল্লা। মঙ্গলবার ভোরে দোকানের ভিতর পড়ে তাঁর গলা কাটা দেহ দেখেন পরিবারের সদস্যরা। খবর দেওয়া হয় ভাঙড় থানায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।