গাড়ির টায়ার ফেটে মৃত্যু এক মেকানিকের
আমুদরিয়া নিউজ : মুম্বইযের ওরলিতে বাসের চাকায হাওযা ভরার সময তা ফেটে যায়। যে হাওয়া ভরছিল, সে হাওয়ার তোড়ে ছিটকে অনেকটা দূরে পড়ে। তাঁর মাথা ফেটে যায়। হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। শুক্রবার সকালের ঘটনা। মৃতের নাম গণেশ দেবেন্দ্র (৩০)। তিনি সরকারি একটি সংস্থার মেকানিক পদে ছিলেন।