আমুদরিয়া নিউজ : বন্ধুর সঙ্গে টাকা নিয়ে গোলমাল।
তাই তাকে শিক্ষা দিতে তার নামে টুইটার মানে এক্স হ্যান্ডেলে ফেক অ্যাকাউন্ট খুলে বিমানে বোমা থাকার হুমকি দিয়ে ফাঁসানোর চেষ্টা করেছিল এক নাবালক।
১৭ বছরের সেই ছেলেটিকে পুলিশ গ্রেফতার করেছে। মুম্বই পুলিশ ওই ছেলেটিকে গ্রেফতার করে জেরায় এ তথ্য জেনেছে।
এটা সত্যি নাকি আড়ালে কোনও চক্র তা পুলিশ দেখছে।
গত কয়েকদিন ধরে ভারতের ১৩টি বিমানে বোমা থাকার হুমকি দেওয়া হয়েছে। তা নিয়ে উদ্বিগ্ন ভারতর সরকার। বুধবার কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডু বলেছেন, এয়ারলাইন্সে বোমা রাখার ভুয়ো খবর দিয়ে বিঘ্ন তৈরি করা নিয়ে সরকার উদ্বিগ্ন ও কড়া পদক্ষেপ করবে। তিনি জানান, একজন নাবালককে ধরা হয়েছে। তারা অন্তত তিনটি ভুয়ো বোমা রাখার ঘটনায় যুক্ত বলে পুলিশের সন্দেহ। বাকিদের খোঁজ চলছে।