আমুদরিয়া নিউজ : বহুতল বাড়ি। উপর থেকে পড়লেই সাক্ষাত যমের দুয়ার। বহুতলের জানালার পাশে রেলিংয়ে আটকে একটি ইঁদুর। তবে ইঁদুরটি নিচে পড়েনি। তার আগেই সেটিকে দেখে ফেলে বিড়াল বাবাজি। দেখতেই নাছোড়বান্দা বিড়াল। ইঁদুরটিকে বাগে পেতে শুরু করে টানা হ্যাঁচড়া। ইঁদুরও নড়বে না। রেলিং ছেড়ে বিড়ালের কাছে যাওয়াও আরেক বিপদ। তবে বিড়ালটি অবশেষে ইঁদুরটিকে রেলিং থেকে নামিয়ে আনে। এর পর কী হল শুনবেন ? না ইঁদুরটি মরেনি। বিড়ালটি সেটিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। হ্যাঁ এটাই হয় শেষমেষ। এই ভালবাসার ভিডিওটি দেখে নেটিজেনদের কমেন্ট, আসলে পশুদেরও মন আছে।
