আমুদরিয়া নিউজঃ এবার থেকে ডুয়ার্সের জঙ্গলে সরকারি কটেজে রাত্রি যাপন রোমাঞ্চকর হবে। অন্যান্য সমস্ত সুবিধা থাকলেও বিদ্যুৎ পরিষেবা থাকছে না কটেজ গুলিতে। তার পরিবর্তে সোলার লণ্ঠনের আলোয় রাত্রি যাপনের আনন্দ দানের ব্যবস্থা করেছে বন দফতর। দীর্ঘদিন বন্ধ থাকার পর শীতের মরশুমে পর্যটকদের জন্য খুলে গেল ডুয়ার্সের গরুমারা অভয়ারণ্যের অনেকগুলি সরকারি কটেজ। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের রামসাইয়ের কালিপুরের সরকারি কটেজগুলি খুলে যাওয়ার খবরে খুশি স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকরা। জঙ্গলের মাঝে কটেজে সৌর লণ্ঠনের আলোতে থাকার অন্যরকম অনুভূতি দিতে এই উদ্যোগ।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, রামসাইয়ের সরকারি কটেজগুলি চালু করা হয়েছে। এখানে থাকার জন্য সব ধরণের ব্যবস্থা করা হয়েছে। কেবলমাত্র বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে। কটেজে আলো ছড়ানোর জন্য সোলার হ্যারিকেন থাকছে। এই কটেজ গুলি স্পট বুকিং করা যাবে। এছাড়া লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্র থেকেও বুকিং করা যাবে। এখানে থাকার খরচ যা আগে ২২০০ টাকা ছিল তা কমিয়ে ১২০০ টাকা করা হয়েছে। এদিন রামসাই এলাকায় বেড়াতে আসা পর্যটকদের বন দফতরের পক্ষ থেকে গোলাপ ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। সেখানকার কটেজ গুলি থাকার জন্য খুলে গেল এই খবর জানতে পেরে পর্যটকদের অনেকেই ভীষণ খুশি। আগে থেকেই বুকিং করে অনেকে আসবেন বলে জানান। জঙ্গলের মাঝে প্রাকৃতিক সৌন্দর্য দেখা ও রাত্রি বাস করার আনন্দ নিতে তারা আগ্রহী। আর রাতে সোলার লণ্ঠনের আলোতে এক রোমাঞ্চকর অনুভূতি হবে বলছেন তারা।